নিজস্ব প্রতিবেদকঃ সিলেটে ছাত্রলীগ কর্মী আকবর হোসেন(২৩) খুনের ঘটনা ঘটেছে। ১৭ জুন সন্ধায় নগরীর বনকলাপাড়া পয়েন্টে ঘটনাটি ঘটে। স্থানীয়সুত্রে জানা যায়, গণপিটুনিতে মারা যায় আকবর। প্রত্যক্ষদর্শীসূত্র অনুযায়ী ছিনতাইকালে উত্তেজিত জনতার হাতে ধরা পড়লে গণপিটুনিতে সে মারা যায়। নিহত আকবর নগরীর পীরমহল্লার মৃত নিমার আলীর পুত্র। পুলিশ রাত ১০ ঘটিকার সময় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে।
অন্যদিকে ছাত্রলীগ বলছে আকবর একজন নিবেদিতপ্রাণ ছাত্র নেতা। সম্পূর্ণ উদ্যেশ্যপ্রণোদিত ও পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্যেশ্যে ছিনতাই নাটকটি হত্যাকারী ছাত্রদলের সন্ত্রাসীরা সাজিয়েছে।
এই ঘটনায় ইতিমধ্যে স্থানীয় কাউন্সিলর ও শ্রমিকলীগ মহানগর শাখার সভাপতি আফতাব খান বাদী হয়ে ১৭ জনের নামে একটি মামলা দায়ের করেছেন। মামলার আসামীরা হলেন, আশরাফুল ইসলাম, শেইখুল ইসলাম খালেদ, শাহ আলাম, দিপু আহমদ, সাহেল আহমেদ ,জাহাঙ্গীর আলম, আবু নাসের সুহিন, তাহমিদ ইহসান, রফিক উদ্দিন, মাহতাবউদ্দিন, সাইফুল ইসলাম সাগর, মতিউর মুন্না, জয়নুল ইসলাম জনি, রুপন আহমদ, জাকারিয়া আহমদ, হেলাল আহমেদ, কাজি মিজান প্রমুখ৷
সিলেট বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ খাইরুল ফজল মামলার সত্যতা স্বিকার করে বলেন, অবিলম্বে আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।